বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও একজন বুয়েট শিক্ষার্থী। সাখাওয়াত ইকবাল ওরফে অভি নামে এই শিক্ষার্থী সোমবার আদালতে সাক্ষ্য দেন।
এই সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার ২৩ জনের সাক্ষ্য নেওয়া শেষ হলো। এদিকে আগামীকাল মঙ্গলবার মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১–এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।
এর আগে এই হত্যা মামলায় রবিবার বুয়েট ছাত্র মুহতাদি আহনাফ আনসারী ও মোহাম্মদ গালিব আদালতে সাক্ষ্য দেন। এ হত্যা মামলায় গত বছরের ১৩ নভেম্বর বুয়েটের ২৫ ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
গত ২১ জানুয়ারি অভিযোগপত্রটি আমলে নেন আদালত। তিন আসামি পলাতক। গত ২ সেপ্টেম্বর বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েটের ২৫ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ