মিয়ানমারের সাধারণ নির্বাচনের ফল ঘোষণার পর রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ সোমবার নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এ নির্বাচনে আবার ক্ষমতায় ফিরতে যাচ্ছে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। এই নতুন সরকারকে স্বাগত জানাবে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার দল (অং সান সু চি) যে এবার বেশি ভোটে জিতবে, সেটা আগে থেকেই অনুমান করা হচ্ছিল। নতুন সরকারকে আমরা স্বাগত জানাব। ক্ষমতায় কোনো পরিবর্তন হচ্ছে না। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমার বিভিন্নভাবে আমাদের অঙ্গীকার করেছে। মিয়ানমার এর আগে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে রাখাইনে কী কী পদক্ষেপ তারা নিয়েছে, এ নিয়ে একটি বই প্রকাশ করবে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের এটি দেওয়া হবে। এটি সুখবর। আমরা এটিকে ইতিবাচকভাবে দেখতে চাই। চীনের পররাষ্ট্রমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন নির্বাচনের পর প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার আলোচনা শুরু করবে। আমরা আলোচনার ব্যাপারে আশায় আছি।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ