যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বক্তব্য শুনে তাদের ‘ভক্ত’ হয়ে গেছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
ফখরুল ইসলাম বলেন, ‘বক্তব্য কী! পুরো জাতির জন্য বক্তব্য! কোনো দল বা ব্যক্তির জন্য নয়। দিস উড বি দ্য স্পিরিট অব আ ডেমোক্র্যাটিক লিডার।’
সাংবাদিকদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘জো বাইডেন আর কমলা হ্যারিসের বক্তৃতাগুলো শোনেন। আমি তো ভক্ত হয়ে গেছি।’
বিএনপির মহাসচিব বলেন, ‘লিডার! নেতা হবেন তিনি, যিনি এভাবে বক্তব্য রাখেন। এত কিছুর পরে বলছেন (জো বাইডেন) যে, ‘লেটস ফরগেট, চলেন আমরা আমেরিকাকে নীল রাজ্য আর লাল রাজ্যে বিভক্ত না করি।’
ফখরুল বলেন, আজকে ঠিক একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি না করে আমরা আজকে বাংলাদেশ রাষ্ট্র তৈরি করি, মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করি। এখানে প্রতিষ্ঠানগুলো ঠিক রাখি।’
বিডি প্রতিদিন/এমআই