কিছুদিন কমলেও বগুড়ায় আবারও বেড়েছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ২১২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে শনাক্ত হয়েছেন ৪১ জন। আক্রান্তের হার ১৯ দশমিক ৩৩ শতাংশ। নতুন আক্রান্ত ৪১ জনের মধ্যে সদরের ৩৪ জন, শাজাহানপুরে ৪ জন এবং শেরপুুর, কাহালু ও দুপচাঁচিয়ায় একজন করে। একই সময়ে সুস্থ হয়েছেন ২১ জন।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, নতুন ৪১ জন নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮ হাজার ৩৭১ জন এবং সুস্থতার সংখ্যা ৭ হাজার ৭৮৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া মোট মৃত্যু ১৯৬ জন। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩৮৯ জন।
বিডি প্রতিদিন/হিমেল