প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ২০২১ সালের একুশে বইমেলা স্থগিত করা হয়েছে। তবে বাংলা একাডেমি এবারের বইমেলা অনলাইনে আয়োজনের প্রস্তাব দিয়েছে।
শুক্রবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ।
তিনি বলেন, বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে করোনাভাইরাসের কারণে আগামী অমর একুশে গ্রন্থমেলা স্থগিত করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে কোনো মেলা বসবে না। তবে অনলাইনে মেলা অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এমআই