গ্লোবাল পিস চেইনের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হলেন তরুণ আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ।
গ্লোবাল পিস চেইন একটি আন্তর্জাতিক সংস্থা যা শান্তি বাস্তবায়নে কাজ করে। তারুণ্যকে প্রাধান্য দিয়ে তাসমিয়াকে কান্ট্রি ডিরেক্টর নিয়োগ দিয়েছে সংস্থাটি।
সংস্থাটির লক্ষ্য বাস্তবায়ন ও করণীয় নিয়ে কাজ করবেন তাসমিয়া। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ করছেন তিনি। শুধু আইন পেশাই না, তিনি দক্ষিণ এশিয়ার প্রথম এবং একমাত্র নারী নেতৃত্বে পরিচালিত দৈনিক পত্রিকা ডেইলি আওয়ার টাইমের নিবার্হী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
বাংলাদেশে জাতিসংঘের নির্ধারিত এসডিজি অর্জনে কমিউনিটিভিত্তিক কার্যক্রমগুলো স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমন্বয় করার কাজটি এগিয়ে নিবেন তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত