ভাসানচরে নতুন আবাসস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছেন ১ হাজার ৪৬৬ জন রোহিঙ্গা। বোট ক্লাব থেকে চারটি জাহাজে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে যাত্রা শুরু করেন তারা।
এদের মধ্যে গতকালের দুইজন রয়েছেন, যারা অসুস্থ থাকায় যেতে পারেননি।
বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার মিলন মাহমুদ গণমাধ্যমকে বলেন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে এক হাজার ৪৬৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে। গতকাল ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা ভাসানচরে যান।
এর আগে ২০২০ সালের ডিসেম্বর দুই দফায় ৩ হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ