পঞ্চম ধাপে ৩০টি পৌরসভায় মেয়র, ৩টি উপজেলায় চেয়ারম্যান ও একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপত্র চূড়ান্ত করা হয়েছে। আজ শনিবার দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। বাছাই হবে ৪ ফেব্রুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিডি-প্রতিদিন/শফিক