করোনার (কোভিড-১৯) টিকা নিয়ে কেমন আছেন তা জানালেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা শুনানির একপর্যায়ে ভার্চুয়ালি যুক্ত আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা গতকাল টিকা নিয়েছি। আমরা ভালো আছি। আজ বিচারকাজ পরিচালনা করছি। আপনারাও টিকা নিন।’
তখন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘আমরা আগামীকাল টিকা নেব।’
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও তার স্ত্রী গতকাল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকা নেন। এ ছাড়া আপিল ও হাইকোর্ট বিভাগের ৫৫ জন বিচারপতি টিকা নেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ