স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আজকের বাংলাদেশ তথ্য-প্রযুক্তির এক সুবর্ণ সময়ে অবস্থান করছে। প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশের সম্পূর্ণ বাস্তবায়ন আজ কার্যকর হয়েছে। করোনা মহামারীর সময়েও ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে অন্যান্য দেশের মতো এদেশে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে এবং হচ্ছে, যা ডিজিটাল বাংলাদেশেরই অনন্য সুবিধা।
রাজধানীতে একটি অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, গণমাধ্যম মানুষকে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় সহযোগিতা করে থাকে। তাই, গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতার বিষয়টি প্রাধান্য দিতে হবে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিষয়টি বিবেচনায় রেখে গণমাধ্যমের সাথে জড়িত সকলকে দায়িত্বশীলতার সাথে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সরবরাহের আহ্বান জানান।
তিনি আরও বলেন, তথ্য-প্রযুক্তির বর্তমান যুগে অনলাইন মিডিয়ার ব্যাপক প্রসার ঘটেছে যা অত্যন্ত জনপ্রিয়। মানুষের ব্যস্ততম জীবনে সর্বদা সংযুক্ত থাকার জন্য অনলাইন মিডিয়াগুলো খুবই কার্যকর।
বিডি প্রতিদিন/এ মজুমদার