বিশ্বে বাংলাদেশসহ ১৯১টি দেশে আজ (২৩ মার্চ) ‘বিশ্ব আবহাওয়া দিবস’ পালিত হচ্ছে । এবারের স্লোগান ‘সমুদ্র আমাদের জলবায়ু ও আবহাওয়া।’
দৈনন্দিন আবহাওয়া ও জলবায়ুতে মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের ফলে উত্পন্ন অতিরিক্ত তাপের প্রভাব পড়ছে। সমুদ্রের পরিবেশ দূষণের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে এবারের দিবসে সমুদ্রকে প্রাধান্য দেওয়া হয়েছে। একইসঙ্গে জাতিসংঘ ২০২১-৩০ পর্যন্ত সময়কে সমুদ্র দশক হিসেবে ঘোষণা করেছে।
দিবসটি উপলক্ষ্যে আজ আবহাওয়া অধিদফতর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্ব আবহাওয়া দিবস ২০২১ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও সদর দফতরসহ গুরুত্ব অনুযায়ী দেশের বিভিন্ন শাখা অফিসগুলো দিবসটি সীমিত আকারে পালনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির