করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ থেকে এক সপ্তাহের বিধিনিষেধ (লকডাউন) শুরু হয়েছে। গণপরিবহন বন্ধ রয়েছে। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত অফিস-আদালত ও বেসরকারি অফিসের জরুরি প্রয়োজনে নিজস্ব পরিবহন সীমিত চলছে।
এবার সরকার ১১টি বিধিনিষেধ আরোপ করেছে। তবে বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বইমেলা চলছে।
আজ অমর একুশে মেলার ১৯তম দিন। আর লকডাউনে প্রথম দিন। মেলার আজকের দিনে পাঠক-দর্শনার্থী একেবারে শূন্য। দেখা গেছে, দুপুর ২টা পর্যন্ত মেলার অধিকাংশ স্টল বন্ধ ছিল। গত রাতের বৃষ্টিতে ভিজে গেছে অনেক বই। বৃষ্টির পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে প্যাভিলিয়নের মেঝে এবং সেখানে থাকা বইগুলো।
কয়েকটি প্রকাশনীর কর্মীকে দেখা গেছে, ভেজা বই রোদে শুকাতে। এ ছাড়া কয়েকজন প্রকাশক তাদের স্টল একেবারেই বন্ধ করে ফেলেছেন।
বইমেলার শিশু চত্বরের একজন প্রকাশক বলছিলেন, বাধ্য হয়েই স্টল বন্ধ করেছি। লকডাউনের ফলে স্টলের কর্মীরা আসতে পারছেন না। এরপর ঝড়-বৃষ্টিতেও ক্ষতি হয়েছে অনেক।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ