সাম্প্রতিক সময়ে ধর্মান্ধ, মৌলবাদী গোষ্ঠীকে প্রতিহত করে সাম্প্রদায়িক সম্প্রীতির বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে ধানমণ্ডির বত্রিশ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে সভাপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কৃষক লীগকে প্রতিষ্ঠা করেছেন। কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাই। সকল কৃষকের পাশে দাঁড়িয়ে যেসকল নেতাকর্মীরা কাজ করে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই। কোভিড-১৯ সময়ে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন বলে তিনি জানান।
কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির অন্যান্যরা জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় কৃষক লীগের সহ সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম, বেগম হোসনে আরা এমপি, কৃষিবিদ ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, মো. মাকসুদুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার এমপি, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী জসিম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ডক্টর হাবিবুর রহমান মোল্লা, সৈয়দ সাগিরুজ্জামান, নূরে আলম সিদ্দিকী হক, অধ্যাপক মো. নাজমুল হক পানু, হিজবুল বাহার রানা, অর্থ সম্পাদক মোহাম্মদ নাজির মিয়া, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সম্পাদকমণ্ডলীর সদস্য জহির উদ্দিন লিমন, লায়ন মো. আহসান হাবীব, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালাম বাবু, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হালিম খানসহ কেন্দ্র ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকাল সাড়ে ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে কৃষক লীগ। অপরদিকে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ধানমণ্ডির ৩২ নং স্থানে মাস্ক, হান্ড স্যানিটাইজার এবং অন্যান্য করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে কৃষক লীগ। সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ