বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ১৫ রমজানের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে, সকাল ১০টার দিকে পার্টির চেয়ারম্যানের বাসভবনে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পার্টির চেয়ারম্যান বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনার উসকানিদাতা হিসেবে হেফাজত নেতাদের গ্রেফতারের দাবিতে ইতিপূর্বে ইউনাইটেড ইসলামী পার্টি স্মারকলিপি ও হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিয়েছিল।
তিনি বলেন, সরকার আমাদের দাবিগুলো মেনে নেওয়ায় বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি ১৫ রমজানের হরতালসহ বিভিন্ন কর্মসূচি স্থগিত ঘোষণা করছে। কারণ তাদের বিচার বাংলার জমিনে যুদ্ধাপরাধীদের মতো অনুষ্ঠিত হবে। এটা আমরা আশাবাদী এবং হেফাজতে ইসলাম নামে কোনো সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব আল্লামা হযরত মাওলানা শাহাদাত হোসাইন, সহ-সভাপতি মাওলানা মোস্তফা চৌধুরী, কাজী মাওলানা শাহ মোহাম্মদ ওমর ফারুক, হাফেজ মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আব্দুর রাজ্জাক, মোহাম্মদ জয়নুল আবেদীন (বীর মুক্তিযোদ্ধা), মাওলানা শহিদুল ইসলাম, ক্বারী মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ। গত ১২ এপ্রিল হরতালসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছিল সংগঠনটি।
বিডি প্রতিদিন/এমআই