বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এখন ‘অতি প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হয়েছে। এটি বর্তমানে ভারতের উডিষ্যার দিকে ধেয়ে যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে।
বুধবার বেলা ১০ টা থেকে ১১টার মধ্যে ‘ইয়াস’ উড়িষ্যা রাজ্যের উপকূলে আছড়ে পড়তে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
এদিকে ভারতীয় গণমাধ্যম জিনিউজ ও হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আর মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টা পরই উড়িষ্যার ধামড়া পোর্টে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস।
সেখানকার স্থানীয় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে ধামড়া থেকে ৪৫ কিলোমিটার দূরে রয়েছে ইয়াস। পূর্ব মেদেনিপুরের দিঘা থেকে দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার।
আঘাত হানার সময় গতিবেগ হতে পারে ১৩০ থেকে ১৪০ কিলোমিটার।
এদিকে, বাংলাদেশের আবহাওয়া অধিদফতর মঙ্গলবার মধ্যরাতে দেওয়া এক বুলেটিনে জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াস চট্টগ্রাম বন্দর থেকে ৫১৫ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে মোংলা বন্দর থেকে ৩৪৫ কিলোমিটার ও পায়রা বন্দর থেকে ৩৬৫ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
বিডি প্রতিদিন/কালাম