করোনা সংকট ও চীনা ভ্যাকসিনের দাম নিয়ে চলমান আলোচনার মধ্যে এবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আকতারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
জানা গেছে, গত ১ জুন তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, টিকা নিয়ে নানা জটিলতার মধ্যে চীন থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব করে সরকার। সম্প্রতি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ প্রস্তাব অনুমোদনের পর ব্রিফ করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সময় চীনের প্রতি ডোজ টিকার দাম জানিয়েছিলেন অতিরিক্ত সচিব শাহিদা আকতার।
বিডি-প্রতিদিন/শফিক