যুক্তরাষ্ট্রের শীর্ষ কমান্ডার স্কট মিলার গতকাল মঙ্গলবার দাবি করেন, সেপ্টেম্বরে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সম্পূর্ণ প্রত্যাহার করা হলে গৃহযুদ্ধ লেগে যেতে পারে।
আন্তর্জাতিক বাহিনী বিদায় নেওয়ার পর আফগানিস্তানের নেতারা যদি দেশটিকে ঐক্যবদ্ধ করতে না পারেন, তবে খুবই কঠিন সময়ের মুখোমুখি হবে তারা। এছাড়াও তালেবান বেশ কয়েকটি জেলার নিয়ন্ত্রণে নিয়ে গেলে ‘কঠিন দৃশ্যের’ হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ।
আফগানিস্তানের ৩৭০টি জেলার মধ্যে অর্ধেকেই এখন তালেবানের নিয়ন্ত্রণে। এখনো বিভিন্ন শহর তারা ঘিরে ফেলছে এবং রাজধানী কাবুলের দিকে অগ্রসর হচ্ছে। সম্প্রতি আফগানিস্তানের শতাধিক জেলা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তালেবান। আফগান সরকারি বাহিনী মার্কিন বিমান হামলার সহায়তা না পাওয়ায় তারা তালেবানের সঙ্গে পেরে উঠছে না।
জেনারেল মিলার বলেন, 'বর্তমানে এখানকার নিরাপত্তা পরিস্থিতি ভালো না। গৃহযুদ্ধ নিশ্চিতভাবেই এমন পথে আছে, যা দৃশ্যমান হয়ে উঠতে পারে। এই অবস্থা বিশ্বকে উদ্বিগ্ন করে তুলতে পারে।' যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি অনুসারে তালেবান সহিংসতা কমাতে ব্যর্থ হয়েছে বলে এই জেনারেল দাবি করেন। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন / অন্তরা কবির