২৫ জুলাই, ২০২১ ১৩:১৬

দেশে এল ৫ প্রবাসীর পাঠানো ২৫০ ভেন্টিলেটর

অনলাইন ডেস্ক

দেশে এল ৫ প্রবাসীর পাঠানো ২৫০ ভেন্টিলেটর

করোনা রোগীদের চিকিৎসায় পাঁচ প্রবাসীর পাঠানো ২৫০টি উন্নতমানের ভেন্টিলেটর দেশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বাংলাদেশিদের পাঠানো এসব চিকিৎসা সরঞ্জাম বিমানবন্দরে গ্রহণ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিঞা ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহনযোগ্য ভেন্টিলেটরগুলো পৌঁছায়।

যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে এসব ভেন্টিলেটরের ব্যবস্থা করেছেন দেশটির আরও তিন প্রবাসী ডা. মাসুদুল হাসান, ডা. চৌধুরী হাফিজ আহসান ও মাহমুদুস শামস বাপ্পী এবং কানাডা প্রবাসী ডা. আরিফুর রহমান।

২৫০টি ভেন্টিলেটর আনার কাজে সমন্বয়কের দায়িত্বে থাকা ডা. এ বি এম আব্দুল্লাহ জানান, পাঁচ প্রবাসী বাংলাদেশি এই পোর্টেবল ভেন্টিলেটরগুলো পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি এই কাজে সমন্বয় করছি। 

ডা. আব্দুল্লাহ আরও জানান, তৃণমূল পর্যায়ে এগুলো পাঠানো যাবে, যেখানে হয়ত আইসিইউ প্রতিষ্ঠা করা সম্ভব না। মানুষের অনেক কাজে আসবে। কোভিড চলে গেলে অন্য মুমূর্ষু রোগীর জন্যও আমরা এগুলো ব্যবহার করতে পারব।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর