২৯ জুলাই, ২০২১ ১৪:৩১

বগুড়ার শেরপুরে ৩০০ অসহায় পরিবারকে বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :

বগুড়ার শেরপুরে ৩০০ অসহায় পরিবারকে বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা

শেরপুর উপজেলায় ত্রাণসামগ্রী বিতরণ

বগুড়া জেলার শেরপুর উপজেলায় ৩০০ অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। কালের কন্ঠ শুভ সংঘের মাধ্যমে সকলের মাঝে ১০ কেজি চাল, তিন কেজি ডাল ও তিন কেজি আটা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার উপজেলার উলিপুর আমেরিয়া সমতুল্যা বালিকা সিনিয়র মাদ্রাসার মাঠে স্বাস্থ্যবিধি মেনে এই ত্রাণ সামগ্রী বিতরণ করে শুভসংঘের সদস্যরা।

বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী পেয়ে সেফাত আলী বলেন, ‘হামি কাম করবার পারিচ্চি না। বুকত সমস্যা হয়। ছোলরা পৃথক থাকে। ট্যাকা পয়শা দিবার পারে না। তোমাকের ত্রাণ দিয়া হামরা কয়েকদিন খাবার পারিমু। তোমাকের জন্য দোয়া করিচ্চি।’

হাকিম মিয়া নামের আরেকজন বলেন, ‘করোনার মধ্যে হামি ভ্যান চালাবার পারিচ্চি না। কামকাজ বন্ধ হয়া রইছে। কেউ হামাক সাহায্যও দিচ্চে না। বউ-ছোল নিয়া ক্যাবার করে খামু। তোমরা আজ চাল-ডাল দিচ্চো। এই খাবার দিয়া হামাকের ১০ দিন চইলা যাবে।’

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান মজনু বলেন, করোনা মহামারীতে শুধু বগুড়া জেলা নয় গোটা বাংলাদেশ ও পুরো বিশ্ব বিধ্বস্ত। মহামারী সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে বসুন্ধরা গ্রুপ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। কালের কণ্ঠ শুভসংঘের মাধ্যমে পুরো বগুড়া জেলার প্রত্যেক উপজেলায় দুস্থ মানুষদের খাদ্য সহায়তা দিচ্ছে। এর জন্য আমি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই। করোনার বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে আপনারা সবাই মাস্ক পরবেন। সাবান দিয়ে হাত ধুবেন। টিকা নিয়ে নিবেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, পৌরসভার মেয়র জানে আলম খোকা, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ'র ব্যুরো প্রধান লিমন বাসার,  শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তার, শুভসংঘ বগুড়া জেলার উপদেষ্টা মোস্তফা মাহমুদ শাওন, শেরপুর উপজেলার উপদেষ্টা মুন্সি সাইদুল বাড়ী ডাবলু, আখতারুল আলম আজাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ, শেরপুর শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের মজনুসহ শাহানাজ পারভীন, অ্যাড. এহসানুল হক, হাবিবুর ইসলাম, মোস্তাফিজুর রহমান, রোকেয়া বেগম, ইমরান হোসেন, শাহিন আলম, উত্তরা ইউনিভার্সিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন রনি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর