৪ আগস্ট, ২০২১ ১৫:২৯

ইরানের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

ইরানের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসির শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার ভোরে তেহরানের উদ্দেশ্য ঢাকা ছেড়েছেন।  

আগামী ৫ আগস্ট ইরানি প্রেসিডেন্ট রাইসি শপথ নেবেন। ইরানের জাতীয় সংসদ ভবনে আয়োজিত এই শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

ইরানের নতুন প্রেসিডেন্ট রাইসি গত ১৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হন। রাইসিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্টকে পাঠানো অভিনন্দন বার্তায় আগামীতে বাংলাদেশ ও ইরানের মধ্যে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশাও করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর