১৩ সেপ্টেম্বর, ২০২১ ২৩:১৬

হজ-ওমরাহ সম্পর্কে অবহিত হতে সৌদি গেলেন ধর্ম প্রতিমন্ত্রী-সচিবসহ ৬ জন

অনলাইন ডেস্ক

হজ-ওমরাহ সম্পর্কে অবহিত হতে সৌদি গেলেন ধর্ম প্রতিমন্ত্রী-সচিবসহ ৬ জন

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল সোমবার সন্ধ্যায় সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সৌদি আরব সফরকালে প্রতিনিধিদল ১৪৪৩ হিজরী সালের ওমরাহ ও সম্ভাব্য পবিত্র হজ কার্যক্রম বিষয়ে অবহিত হবেন বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।

এছাড়া ধর্ম প্রতিমন্ত্রীর সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।  

সফররত প্রতিনিধিদলটি আগামী ১৫ সেপ্টেম্বর মক্কায় হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে তার দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবে। প্রতিনিধিদলটি আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফিরবে।  

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, যুগ্ম সচিব (হজ) গাজী উদ্দিন মো. মনির, ঢাকা হজ অফিসের পরিচালক হজ মো. সাইফুল ইসলাম।

এছাড়া রয়েছেন ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী ও ধর্ম সচিবের একান্ত সচিব মো. যোবায়ের।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর