শিরোনাম
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
খাদ্য মন্ত্রণালয়ের দুর্নীতির বিষয়ে জানতে চেয়েছে সংসদীয় কমিটি
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ভার্সন
খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতির বিষয়ে জানতে চেয়েছে সংসদীয় কমিটি। এ বিষয়ে সংসদীয় কমিটির আগামী বৈঠকে প্রতিবেদন উপস্থাপনের জন্য নির্দেশনা দেয়া হয়। একইসঙ্গে স্থায়ী কমিটির প্রতিটি সভায় খাদ্যের সার্বিক হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন দিতে বলেছে কমিটি।
বৈঠকে জানানো হয়, খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্থ খাদ্য অধীদপ্তরের ১০৩৫টি শূন্য পদের বিপরীতে ১৩ লাখ ৭২ হাজার ৮৪৫ জন আবেদন করেছেন। করোনার কারণে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। তবে আগামী ৪ নভেম্বর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র অষ্টম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি দীপংকর তালুকদার। খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, হুইপ মো. আতিউর রহমান আতিক, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মো. আব্দুল হাই, মো. আয়েন উদ্দিন, আতাউর রহমান খান এবং বেগম আঞ্জুম সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্থ খাদ্য অধীদপ্তরের ১০৩৫টি শূন্য পদ পূরণের কার্যক্রম চলমান রয়েছে। ইতোধ্যে ১৩ লাখ ৭২ হাজার ৮৪৫ জন আবেদন করেছেন। করোনার কারণে প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। তবে আগামী ৪ নভেম্বর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের ২৯টি শূন্য পদ পূরণের বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে মাঠ পর্যায়ের সব কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করার জন্য সুপারিশ করে কমিটি। এছাড়া বৈঠকে চালের ঊর্ধ্বগতি রোধকল্পে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানায়। এছাড়া নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক খাদ্য ও পুষ্টি বিদ্যা কোর্স চালুর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।
বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
এই বিভাগের আরও খবর