শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
খাদ্য মন্ত্রণালয়ের দুর্নীতির বিষয়ে জানতে চেয়েছে সংসদীয় কমিটি
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ভার্সন

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতির বিষয়ে জানতে চেয়েছে সংসদীয় কমিটি। এ বিষয়ে সংসদীয় কমিটির আগামী বৈঠকে প্রতিবেদন উপস্থাপনের জন্য নির্দেশনা দেয়া হয়। একইসঙ্গে স্থায়ী কমিটির প্রতিটি সভায় খাদ্যের সার্বিক হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন দিতে বলেছে কমিটি।
বৈঠকে জানানো হয়, খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্থ খাদ্য অধীদপ্তরের ১০৩৫টি শূন্য পদের বিপরীতে ১৩ লাখ ৭২ হাজার ৮৪৫ জন আবেদন করেছেন। করোনার কারণে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। তবে আগামী ৪ নভেম্বর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র অষ্টম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি দীপংকর তালুকদার। খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, হুইপ মো. আতিউর রহমান আতিক, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মো. আব্দুল হাই, মো. আয়েন উদ্দিন, আতাউর রহমান খান এবং বেগম আঞ্জুম সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্থ খাদ্য অধীদপ্তরের ১০৩৫টি শূন্য পদ পূরণের কার্যক্রম চলমান রয়েছে। ইতোধ্যে ১৩ লাখ ৭২ হাজার ৮৪৫ জন আবেদন করেছেন। করোনার কারণে প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। তবে আগামী ৪ নভেম্বর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের ২৯টি শূন্য পদ পূরণের বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে মাঠ পর্যায়ের সব কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করার জন্য সুপারিশ করে কমিটি। এছাড়া বৈঠকে চালের ঊর্ধ্বগতি রোধকল্পে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানায়। এছাড়া নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক খাদ্য ও পুষ্টি বিদ্যা কোর্স চালুর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।
বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর