শিরোনাম
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
খাদ্য মন্ত্রণালয়ের দুর্নীতির বিষয়ে জানতে চেয়েছে সংসদীয় কমিটি
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ভার্সন
খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতির বিষয়ে জানতে চেয়েছে সংসদীয় কমিটি। এ বিষয়ে সংসদীয় কমিটির আগামী বৈঠকে প্রতিবেদন উপস্থাপনের জন্য নির্দেশনা দেয়া হয়। একইসঙ্গে স্থায়ী কমিটির প্রতিটি সভায় খাদ্যের সার্বিক হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন দিতে বলেছে কমিটি।
বৈঠকে জানানো হয়, খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্থ খাদ্য অধীদপ্তরের ১০৩৫টি শূন্য পদের বিপরীতে ১৩ লাখ ৭২ হাজার ৮৪৫ জন আবেদন করেছেন। করোনার কারণে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। তবে আগামী ৪ নভেম্বর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র অষ্টম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি দীপংকর তালুকদার। খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, হুইপ মো. আতিউর রহমান আতিক, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মো. আব্দুল হাই, মো. আয়েন উদ্দিন, আতাউর রহমান খান এবং বেগম আঞ্জুম সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্থ খাদ্য অধীদপ্তরের ১০৩৫টি শূন্য পদ পূরণের কার্যক্রম চলমান রয়েছে। ইতোধ্যে ১৩ লাখ ৭২ হাজার ৮৪৫ জন আবেদন করেছেন। করোনার কারণে প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। তবে আগামী ৪ নভেম্বর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের ২৯টি শূন্য পদ পূরণের বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে মাঠ পর্যায়ের সব কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করার জন্য সুপারিশ করে কমিটি। এছাড়া বৈঠকে চালের ঊর্ধ্বগতি রোধকল্পে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানায়। এছাড়া নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক খাদ্য ও পুষ্টি বিদ্যা কোর্স চালুর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।
বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর