বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ।
বুধবার দুপুর ১২টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ মামলার রায় ঘোষণার কথা রয়েছে।
ছেলে হত্যা মামলার রায় শুনতে আদালতে পৌঁছেছেন আবরারের বাবা বরকত উল্লাহ। সঙ্গে রয়েছেন পরিবারের একাধিক সদস্য।
এ সময় গণমাধ্যমকে তিনি জানান, ‘আমি চাই যেন আজই ছেলে হত্যা মামলার রায় হয়। তারিখ যেন না পেছায়। এ সময় আসামিদের সর্বোচ্চ সাজাও চান তিনি।
এর আগে চলতি বছরের ২৮ নভেম্বর এই মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় শেষ পর্যন্ত তারিখ পিছিয়ে ৮ ডিসেম্বর রায়ের দিন ধার্য করা হয়।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে-বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন