মহামারীর কারণে দুই বছর পর নতুন বছরের ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে যে আয়োজন ছিল, তা পেছানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তিন দিনের এই সম্মেলন শুরু হবে আগামী ১৮ জানুয়ারি।
জানা গেছে, আগামী ১৮, ১৯ ও ২০ জানুয়ারি (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) ডিসি সম্মেলন হবে। নতুন তারিখ নির্ধারণ সংক্রান্ত চিঠি আজ রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নতুন তারিখ নির্ধারণের কথা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সম্মেলনের ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আজ আমরা চিঠি পেয়েছি।
উল্লেখ্য, সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য র জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।
সর্বশেষ ২০১৯ সালের ১৪ থেকে ১৮ জুলাই জেলা প্রশাসক সম্মেলন হয়েছিল। এরপর করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ ও ২০২১ সালে তা আয়োজন করা যায়নি।
বিডি-প্রতিদিন/শফিক