১৭ জানুয়ারি, ২০২২ ১৬:৪০

করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে : স্বাস্থ্য ডিজি

অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে : স্বাস্থ্য ডিজি

অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম

দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান তিনি।

ভিডিও কনফারেন্সে তিনি আরও বলেন, দেশে করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে। সোমবার শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশে পৌঁছে গেছে। অনেকেই ধারণা করছেন ওমিক্রনের কারণে দেশে সংক্রমণ বাড়ছে। কিন্তু আমরা বলতে চাই, দেশে এখনও ডেল্টার সংক্রমণ হচ্ছে, তবে ওমিক্রনও ছড়িয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর