বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছেন ট্রেনের রানিং স্টাফরা (চালক-গার্ড)। রবিবার (৩০ জানুয়ারি) রাজধানীর রেল ভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে রেল যোগাযোগ বন্ধের যে শঙ্কা ছিল তা আর নেই।
জানা গেছে, আগের নিয়মে ভাতা ও পেনশন সুবিধা পুনর্বহালে দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছিলেন ট্রেনের রানিং স্টাফরা। তারই অংশ হিসেবে রবিবার মধ্যরাত থেকে ট্রেন চালকদের কর্মবিরতির কর্মসূচি ছিল। এতে সারাদেশে রেল যোগাযোগ বন্ধের শঙ্কা তৈরি হয়। তবে কর্মবিরতি স্থগিত করায় এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল