অনিবার্য কারণবশত আগামীকাল শুক্রবার (১১ মার্চ) অনুষ্ঠেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা (লিখিত) স্থগিত করা হয়েছে।
বুধবার শ্রম মন্ত্রণালয়ের সংস্থাপন শাখার উপসচিব মোর্শেদা আক্তার স্বাক্ষরিত এক আফিস আদেশে জানানো হয়, আগামী ১১ মার্চ শুক্রবার অনুষ্ঠেয় মন্ত্রণালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ১২টি পদের নিয়োগ পরীক্ষা (লিখিত) অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
উক্ত পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরে আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে।
বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় বাংলাদেশ টেলিভিশন, বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের স্ক্রলে, সংবাদ হিসেবে বিভিন্ন অনলাইন এবং দৈনিক পত্রিকায় প্রচারের অনুরোধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই