স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের শেষ কর্ম দিবস ছিলো গত ২২ মে। সেদিন তিনি চলে যান পিআরএলে (অবসরোত্তর ছুটি)। অথচ এর ঠিক আগের দিন নেদারল্যান্ডস ও স্পেনে শিক্ষাসফর শেষে দেশে ফেরেন হেলালুদ্দীন আহমদে।
একজন আমলার অবসরের আগমুহূর্তে যাওয়া এ শিক্ষাসফর সরকারের কী কাজে আসবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ বিষয়ে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার গণমাধ্যমকে জানান, তার এ সফর অনৈতিক ছিল। তার তো শিক্ষাসফরের দরকার নেই। এটা নতুন কর্মকর্তাদের জন্য প্রয়োজন, যাতে তারা সেই শিক্ষা নিয়ে দেশের জন্য অবদান রাখতে পারেন।
উল্লেখ্য, মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, হেলালুদ্দীন আহমদ গত ১১ থেকে ২০ মে নেদারল্যান্ডসে ডেল্টা প্ল্যান ২১০০ এবং স্পেনে গ্লোবাল ওয়াটার সামিটে অংশ নেন।
হেলালুদ্দীন আহমদ ১৯৮৮ সালে সিভিল সার্ভিসের (প্রশাসন) ক্যাডার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। তিনি সুদীর্ঘ কর্মজীবনে সহকারী কমিশনার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, নেজারত ডেপুটি কালেক্টর, উপজেলা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব পালন করেন।
(সৌজন্যে একাত্তর.টিভি)
বিডি প্রতিদিন/ফারজানা