গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্যহ্রাসের দাবিতে আগামী ৯ জুন ঢাকা মহানগরসহ সব মহানগরে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। আগামী ১১ জুন জেলা সদরে বিক্ষোভ ও ১৩ জুন উপজেলা পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
আজ মঙ্গলবার দুপুরে গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি যখন জনজীবন চরম দুর্ভোগ সৃষ্টি করছে সেই সময় গ্যাসের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে মরার ওপর খাড়ার ঘা হিসাবে আঘাত করল। এতে একদিকে মানুষের দৈনন্দিন জীবনের ব্যয় বৃদ্ধি অন্যদিকে কৃষি, শিল্প ও বিদ্যুৎ সরবরাহে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে। প্রতিটি দ্রব্যের দাম আরও বেড়ে যাবে। কোনো মতেই জনগণের পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব হবে না।
বিডি প্রতিদিন/ফারজানা