সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হতে পারে। গভীর রাতে ফল ওয়েবসাইটে আপলোড করা হতে পারে। প্রকাশ হলে প্রার্থীরা গভীর রাত থেকেই ওয়েবসাইটে ফল দেখতে পারবেন। আর তা হলে প্রার্থীরা শুক্রবার সকালে এসএমএস পাওয়া শুরু করবেন।
ফল প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত শিক্ষা প্রশাসন সূত্র আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রাথমিকের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা গত ২০ মে অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ৪ লাখ ৬৬ হাজার ১০০ জন। দ্বিতীয় ধাপের ৭ জেলার সবকয়টিতে এবং ২২ জেলার আংশিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তৃতীয় ও শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৩ জুন। এ ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লাখ ৪৬ হাজার ৫৯৮ জন।
প্রাথমিকের প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন। প্রথম ধাপের পরীক্ষার ২০ দিনের মাথায় এ ফল প্রকাশ করা হয়েছিল। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। প্রথমধাপে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ১২ জুন শুরু হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ