বগুড়া-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) মোশারফ হোসেন বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। নির্বাহী আদেশে তাঁকে বিদেশে সুচিকিৎসার জন্য মুক্তি দিতে হবে।
আজ সোমবার জাতীয় সংসদে এই দাবি জানান তিনি। এমপি মোশারফ বলেন, বিগত দিনে আমরা আদালতে বার বার জামিন আবেদন করলেও জামিন মঞ্জুর হয়নি। বেগম জিয়ার মুক্তি হয়েছে নির্বাহী আদেশে।
এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে এমপি মোশারফ আরও বলেন, আদালতে গিয়ে কোন ফয়সালা হবে না। যদি নির্বাহী আদেশ না আসে।