চীনের কড়া হুঁশিয়ারির পরও যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ন্যান্সি পেলোসির এই সফর এশিয়া ও বিশ্ব রাজনীতির জন্য এক ভয়াবহ ইঙ্গিত বহন করছে। এটি স্পষ্টতই চীনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রবল সামরিক উস্কানি এবং চীনের সঙ্গে মার্কিনের যৌথ সমঝোতার চরমতম লংঘন। একইসঙ্গে মার্কিন নেতার এই ধরনের সফর চীনের ভৌগলিক অখণ্ডতা, সার্বভৌমত্বের প্রতি বিরাট হুমকি এবং স্বীকৃত ‘এক চীন নীতি’র বিরোধিতা, যা তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বাড়াবে এবং সেখানকার বিচ্ছিন্নতাবাদীদের মদদ যোগাবে’।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ‘ন্যান্সি পেলোসির এই তাইওয়ান সফর এই অঞ্চলে এক বড় ধরনের যুদ্ধের পরিস্থিতি তৈরি করবে। যা দক্ষিণ এশিয়া ও গোটা বিশ্বের শান্তি এবং স্থিতিশীলতার জন্য এক বিরাট হুমকি সৃষ্টি করেছে’।
বিডি প্রতিদিন/ফারজানা