বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জনগণকে সম্পৃক্ত করে রাস্তায় নামা ছাড়া কোনো পথ নেই। যেকোনো অর্থে জনগণকে সম্পৃক্ত করে যদি রাস্তায় নেমে আসতে পারি তাহলে এ দেশের মানুষের চূড়ান্ত বিজয় হবে। দেশের মানুষের দুর্দিন কেটে যাবে।
শনিবার (৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
দুদু বলেন, গত ৫০ বছরে ডিজেল,পেট্রলের দাম এতো বাড়েনি, যা এ সরকারের আমলে বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। যখন কেউ এর প্রতিবাদ করে তখন হামলা, মামলা, গুম, নিখোঁজ করে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, রাজনৈতিক দল হচ্ছে মানুষের কষ্টের সময় পাশে দাঁড়ানো। মানুষের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করা। মানুষের প্রয়োজনে দায়িত্ব গ্রহণ করা। সেটি যদি করা সম্ভব না হয় তাহলে একটি রাজনৈতিক দলের ব্যর্থতার সীমা-পরিসীমা থাকে না।
তিনি বলেন, হামলা-মামলা পাকিস্তান আমলে হয়েছে। দেশ স্বাধীন হওয়ার প্রথম পর্যায়ে হয়েছে। এরশাদের আমলে হয়েছে। গত ৫০ বছরে বিভিন্ন সময় হয়েছে। কিন্তু এ সরকারের আমলে সবকিছু ছাড়িয়ে গেছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাস্তায় দাঁড়াতে পারি তাহলে মুক্তি মিলবে।
এসময় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ এসময় আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল