১১ আগস্ট, ২০২২ ১৮:৫৫

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলক করোনার টিকা প্রদান

অনলাইন ডেস্ক

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলক করোনার টিকা প্রদান

দেশের ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরীক্ষামূলক টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিরা।

টিকা কার্যক্রমের উদ্বোধনের সময় জাহিদ মালেক বলেন, আগামী ২৫ আগস্ট থেকে দেশব্যাপী এ বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া হবে।

এদিকে ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশকে ৩০ লাখের বেশি শিশুদের উপযোগী ফাইজার টিকা প্রদান করেছে। তারা ৪ কোটির বেশি টিকা সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

পরীক্ষামূলক টিকা প্রদান অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, শিশু, অভিভাবকসহ গোটা দেশের জন্য এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। টিকা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের তরুণরা পড়ালেখাসহ যাবতীয় ক্ষেত্রে আরও স্বাভাবিকভাবে ফিরতে পারবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর