১৫ আগস্ট, ২০২২ ১৬:২০

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পুষ্পস্তবক অর্পণ

প্রবাসী কল্যাণ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের নেতৃত্বে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে আজ সকালে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মহাপরিচালক হামিদুর রহমানের নেতৃত্বে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, মহাপরিচালক শহীদুল আলম এনডিসির নেতৃত্বে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেনের নেতৃত্বে বোয়েসেল এবং ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হকের নেতৃত্বে প্রবাসীকল্যাণ ব্যাংকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট কাল রাতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে কাকরাইল, পরিবাগ ও ইস্কাটন এলাকায় গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর