৬ অক্টোবর, ২০২২ ২১:১৯

চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি ৬.১ শতাংশ হতে পারে : বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক

চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি ৬.১ শতাংশ হতে পারে : বিশ্বব্যাংক

ফাইল ছবি

চলতি অর্থবছরে (২০২২-২৩) বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আর আগামী ২০২৩-২৪ অর্থবছর জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ২ শতাংশ।

আজ বৃহস্পতিবার প্রকাশিত সাউথ এশিয়া ইকোনমিক ফোকাসে এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি অর্থবছর ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার। যদিও গত সেপ্টেম্বরে এশীয় উন্নয়ন ব্যাংকের এক পূর্বাভাসে বলা হয়, চলতি অর্থবছর দেশের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৬ শতাংশ। এবিডির তুলনায় বিশ্বব্যাংকের পূর্বাভাস দশমিক ৫ শতাংশ কম।

বিশ্বব্যাংক বলেছে, চলতি অর্থবছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জিডিপিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হবে মালদ্বীপে। প্রবৃদ্ধির হার হবে ৮ দশমিক ২ শতাংশ। প্রবৃদ্ধির পূর্বাভাসে ভারতকে দ্বিতীয় অবস্থানে রেখেছে বিশ্বব্যাংক। দেশটিতে প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ। বিশ্বব্যাংকের পূর্বাভাসে প্রবৃদ্ধিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।

বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, চলতি অর্থবছর ঋণাত্বক প্রবৃদ্ধি হতে পারে শ্রীলঙ্কায়। দেশটির প্রবৃদ্ধি হতে পারে মাইনাস ৪ দশমিক ২ শতাংশ। তবে আগামী ২০২৩-২৪ অর্থবছর আবার ধনাত্বক ধারায় ফিরতে পারে  শ্রীলঙ্কার জিডিপি। আগামী অর্থবছর দেশটিতে ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। শ্রীলঙ্কার থেকে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান, দেশটি ৫ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে।

অন্য দেশগুলোর মধ্যে নেপালে ৫ দশমিক ১ শতাংশ, ভূটানে ৪ দশমিক ১ শতাংশ, পাকিস্তানে ২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর