বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখাবেন না। আন্দোলনের মাধ্যমেই আওয়ামী লীগের জন্ম। আন্দোলন কত প্রকার, কী কী তা আওয়ামী লীগ জানে। আওয়ামী লীগের মূল ভিত্তি দেশের জনগণ। জনগণকে সঙ্গে নিয়ে যে কোন আন্দোলন-সহিসংতা নাশকতা রাজপথেই মোকাবিলা করবো। আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে বলেই এখনও মাঠে সভাসমাবেশ করতে পারছেন না। আর সরকারের বিরুদ্ধে লাগাতার মিথ্যাচার করছেন।
আজ সাভারের পার্বতীনগর এলাকায় এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের অডিটরিয়ামে ঢাকা জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এক বর্ধিত সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বর্ধিত সভায় ঢাকা জেলা আওয়ামী লীগের অন্তর্গত সাভার, আশুলিয়া, ধামরাই, দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সংসদ সদস্য বেনজীর আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বিএনপিকে আগামী ১০ ডিসেম্বর রাজপথ দখল করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের যে কোন আন্দোলন মোকাবেলা করবে।
বর্ধিত সভায় আগামী ১০ ডিসেম্বর সাভারে আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হবে বলে জানানো হয়।
বিডি প্রতিদিন/আরাফাত