যশোরে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর আড়াইটার পর সমাবেশ মঞ্চে আওয়ামী লীগ সভানেত্রী আসন গ্রহণ করেন। এসময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জনসভাস্থলের গেট খোলার সাথে সাথে একের পর এক বিশাল মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকরা জনসভাস্থলে ঢুকতে শুরু করেন। বেলা ১১টার মধ্যেই পরিপূর্ণ হয়ে যায় যশোর স্টেডিয়াম ও পার্শ্ববর্তী ডা. আব্দুর রাজ্জাক কলেজ মাঠ। জনসভাস্থলের আশপাশের রাস্তাঘাটগুলোও লোকে লোকারণ্য হয়ে যায়।
প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে পুরো শহরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের লাখো নেতা-কর্মী-সমর্থকরা রং-বেরঙের পোশাকে দলীয় প্রতীক নৌকা হাতে নিয়ে নেচে-গেয়ে সমাবেশস্থলে পৌঁছান। প্রায় ৫ বছর পর প্রধানমন্ত্রী যশোরের এই জনসমাবেশে ভাষণ দেবেন। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নেতা-কর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে