কমলাপুর স্টেডিয়ামে অনুমতি না পেলে রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকালের সমাবেশ করতে চায় বিএনপি। বিষয়টি নিয়ে আলোচনা করতে আজ শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘যেহেতু কমলাপুর স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ হবে, তাই আমরা গোলাপবাগ মাঠের কথা ভাবছি। আশা করি সেখানে সমাবেশ করতে পারব।’
তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করতে চাই।’
বিডি-প্রতিদিন/শফিক