শিরোনাম
৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০৮:৫৪

বান্দরবানে পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের গুলিবিনিময়

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের গুলিবিনিময়

বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রি-প্রাংশা এলাকায় মঙ্গলবার সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সাথে জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ ও ‘কুকিচিন ন্যাশন্যাল ফ্রন্ট’ বা (কেএনএফ) এর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

র‌্যাব সূত্র এ তথ্য নিশ্চিত করলেও সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষের কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।

সূত্রটি জানায়, মঙ্গলবার দুপুরে এ বিষয়ে ব্রিফিং করবেন র‌্যাবের আইন ও মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন। ব্রিফিং এ বিস্তারিত জানানো হবে।

স্থানীয় সূত্র জানায়, থানচি উপজেলা সদর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে তিন্দু ইউনিয়নের কাছাকাছি রুমা উপজেলার রেমাক্রি-প্রাংশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডভুক্ত এলাকায় গুলি বিনিময়ের এ ঘটনা ঘটে।

র‌্যাব সূত্র জানায়, একটি নিয়মিত টহল টিমকে লক্ষ্য করে পাশের পাহাড় থেকে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু হলে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বর্তমানে সেখানে র‌্যাবের পাশাপাশি সেনা সদস্যরাও অবস্থান নিয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর