১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:০৪

ফেসবুক-টুইটারে প্রধানমন্ত্রীর কোনো অ্যাকাউন্ট নেই

নিজস্ব প্রতিবেদক

ফেসবুক-টুইটারে প্রধানমন্ত্রীর কোনো অ্যাকাউন্ট নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একাউন্ট নেই। প্রধানমন্ত্রীর নামে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট বলে প্রচার করা আইডিটি ভুয়া। 

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, লক্ষ্য করা যাচ্ছে যে, একটি টুইটার একাউন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল একাউন্ট বলে প্রচার করা হচ্ছে। কিন্তু বিষয়টি একেবারেই ঠিক নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একাউন্ট নেই। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর