রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। এছাড়া ইউনিটে ১২ সদস্যের মিলিটারি পুলিশ ও ডাক্তারসহ ৩টি অ্যাম্বুলেন্স রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিন বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে।
এদিকে, ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে। মর্গের ভেতরে স্বজনরা লাশ শনাক্তের চেষ্টা করছেন।
এ ঘটনায় ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক গণমাধ্যমকে ১৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। আহত হয়েছেন শতাধিক।
বিডি-প্রতিদিন/শফিক