রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণ হওয়া ভবনটিকে আপাতত ঝুঁকিপূর্ণ বলে মনে করছে ফায়ার সার্ভিস। ভবনটিতে যেকোনো সময় আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকারী এই বাহিনীটি।
তাই আপাতত ভবনটির আশপাশ থেকে উদ্ধারকর্মী পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার লোকজনকে সরে যেতে অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া এই মুহূর্তে ভবনটিতে উদ্ধারকাজ বন্ধ করে রেখেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে এ বিস্ফোরণে এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পরিচয় মিলেছে ৮ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মৃতরা হলেন-রাজধানীর লালবাগের ইসলামবাগের মমিনুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী নদী আক্তার, কুমিল্লা মেঘনা উপজেলার নলচড় গ্রামের জুতা ব্যবসায়ী মো. মমিনের ছেলে সুমন (২১), যাত্রাবাড়ীর শেখদী পশ্চিম পাড়ার মোশাররফ হোসাইনের ছেলে মুনসুর হোসাইন (৪০), বরিশাল কাজীরহাট চরসন্তশপুর গ্রামের মৃত দুলাল মৃধার ছেলে ইসহাক মৃধা (৩৫), বংশাল আলু বাজারের মৃত মো. হোসেন আলীর ছেলে মো. ইসমাইল হোসেন (৪২), কেরানীগঞ্জের দক্ষিণ চুন কুটিয়া মাস্টার বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে মো. রাহাদ (১৮) ও চাদপুর মতলব উপজেলায় পশ্চিম লালপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আলামিন (২৩)।
এ ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি হয়েছেন শতাধিক। শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে সাতজনকে।
বিডি-প্রতিদিন/বাজিত