২৭ মার্চ, ২০২৩ ২২:২১

রাজধানীতে গণতন্ত্র মঞ্চের প্রতিবাদ সমাবেশ ৩ এপ্রিল

অনলাইন ডেস্ক

রাজধানীতে গণতন্ত্র মঞ্চের প্রতিবাদ সমাবেশ ৩ এপ্রিল

আজ সোমবার বিকালে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা কমিটির বৈঠক হয়

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। আগামী ৩ এপ্রিল বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ হবে।

আজ সোমবার বিকালে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা কমিটির বৈঠকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। 

রাষ্ট্র সংস্কার আন্দোলননের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূমের সভাপতিত্বে মিটিংয়ে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহম্মদ রাশেদ খাঁন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির স্থায়ী কমিটির সদস্য মো. সিরাজ মিয়া, ভাসানী অনুসারী পরিষদ এর সদস্য সচিব হাবিবুর রহমান রিজু ও যুগ্ম সচিব হাবিবুর রহমান হাবিব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ও মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, এস এম এ কবীর হাসান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রচার ও মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন। 

সভায় র‍্যাব হেফাজতে একজন নারীর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, ‘আন্তর্জাতিক চাপে বিগত বছর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিছুটা কমলেও সম্প্রতি তা আবারও বেড়েছে। কয়েকদিনের ব্যবধানে সারাদেশে ৫ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অবৈধ ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই সরকার আবারও গুম, খুন, হত্যা, নির্যাতন, গ্রেফতার শুরু করেছে বলে মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর