৪ এপ্রিল, ২০২৩ ১৩:০১

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে : ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে : ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিটের প্রচেষ্টায় প্রায় সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বঙ্গবাজারের আগুন। মঙ্গলবার বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে পুরো বঙ্গবাজার মার্কেট পুড়ে গেছে। 

মঙ্গলবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট। এরপরই যোগ দেয় সেনা ও বিমান, নৌ-বাহিনী, র‍্যাব ও বিজিবি সদস্যরা। দীর্ঘ ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর