১২ এপ্রিল, ২০২৩ ১৫:১৫

দেশে দারিদ্রের হার কমেছে ৬ শতাংশ

অনলাইন ডেস্ক

দেশে দারিদ্রের হার কমেছে ৬ শতাংশ

গত ছয় বছরে দেশে দারিদ্র্যের হার প্রায় ৬ শতাংশ কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য মতে ২০১৬ সালের খানা আয় ও ব্যয় জরিপে দারিদ্র্যের হার ২৪ দশমিক ৩ শতাংশ থাকলেও ২০২২ সাল শেষে তা কমে ১৮ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। অথাৎ প্রতিবছর গড়ে দেশ থেকে দারিদ্র জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১ শতাংশ হারে কমেছে।

বুধবার বিবিএস আনুষ্ঠানিকভাবে খানা আয় ও ব্যয় জরিপের প্রাথমিক ফলাফল প্রকাশ করে। সেখানে দারদ্রের হার কমার এ তথ্য উঠে আসে। এবারের খানা আয় ও ব্যয় জরিপ করা হয়েছে দেশের ১৪ হাজার ৪০০টি পরিবারের তথ্য নিয়ে। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে অথ্যাৎ পুরো বছর জুড়েই বিবিএস তথ্য সংগ্রহ করে।

বিবিএস জানায়, সামগ্রিক দারিদ্র কমার পাশাপাশি দেশে অতি দারিদ্র্যের হারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০১৬ সালে অতি দরিদ্রের হার ১২ দশমিক ৯ শতাংশ থাকলেও ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপে সেটি কমে ৫ দশমিক ৬ শতাংশে দাড়িয়েছে। বিবিএস মনে করে, দারিদ্র্য বিমোচনের এই ধারা অব্যাহত থাকলে ২০৩১ সাল পর্যন্ত অব্যাহত থাকলে দেশ পুরোপুরি দারিদ্র্যমুক্ত হবে।

সর্বশেষ ২০১৬ সালের খানা আয় ও ব্যয় জরিপে দেশের সার্বিক দারিদ্র্যের হার ছিল ২৪ দশমিক ৩ শতাংশ। এরপর পরের তিন বছরের দারিদ্র্য কমার প্রবণতা ধরে বিবিএস একটি হিসাব দিয়ে জানায় ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত দারিদ্র্য কমে সাড়ে ২০ শতাংশ হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর