আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে কো-চেয়ারম্যানদের বৈঠক শেষে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে এ তথ্য জানান।
জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।
বৈঠক শেষে চুন্নু বলেন, সিটি কর্পোরেশনের নির্বাচন দেখেই জাতীয় নির্বাচনের কৌশল ঠিক করবে দল। নির্বাচন কমিশন যদি সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো নিরপেক্ষ করতে না পারে, মানুষের ভোটাধিকার যদি নিশ্চিত না হয়, তবে আগামী জাতীয় নির্বাচনে আমরা যাব কী যাব না, তা সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, সুষ্ঠু নিরপেক্ষ ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সবাইকে এগিয়ে আসতে হবে। বিরোধিতার জন্য বিরোধিতা পরিহারের সময় এসেছে আবার সবার অংশগ্রহণ নিশ্চিতে সরকারকেও আন্তরিক হতে হবে। স্বাধীনতার ৫০ বছর পরে রাজনীতিতে ভুল করার অবকাশ নেই। এসময় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা এম এম নিয়াজ উদ্দিন, খলিলুর রহমান খলিল, যুগ্ম-মহাসচিব মঞ্জুর হোসেন মঞ্জু, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত