২২ এপ্রিল, ২০২৩ ১২:১৪

বায়তুল মোকাররমে ঈদের সবশেষ জামাত অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

বায়তুল মোকাররমে ঈদের সবশেষ জামাত অনুষ্ঠিত

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. জাহিনুল ইসলাম।

শ‌নিবার বেলা ১০টা ৪৫ মিনিটে এ জামাত অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৭টায় প্রথম, সকাল ৮টায় দ্বিতীয়, সকাল ৯টায় তৃতীয় ও সকাল ১০টায় চতুর্থ জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের প্রথম জামাতে প‌রি‌বেশ শীতল ও রো‌দের উত্তাপ থে‌কে স্বস্তি পেতে বৃষ্টি কামা করে বিশেষ দোয়া করা হয়।

ঈদের জামাতে অংশ নিতে সকাল ৬টার আগে থেকেই জাতীয় মসজিদে ঈদের জামাত আদায়ে ভিড় করতে থাকেন মুসল্লিরা। সকাল সা‌ড়ে ৬টায় মস‌জিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে জাতীয় মসজিদ এলাকায় এবং মসজিদের প্রতিটি গেটে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল। ব্যাগ নিয়ে আসা অনেককেই পুলিশ তল্লাশি করেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর