এদেশের প্রশিক্ষিত ভোটচোরদের অধীনে কোনো নির্বাচনে মানুষ অংশ নিবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।
আজ সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় ইনসাফ কায়েম কমিটির 'মানবাধিকার ও বাংলাদেশের রাজনীতি' শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী যথাযথ সম্মান পাননি। তিনি মানবাধিকার লঙ্ঘনের দায়ে সারাবিশ্বে তিরস্কৃত হচ্ছেন। জাতীয় ইনসাফ কমিটির আহ্বায়ক কবি ও কলামিস্ট ফরহাদ মজহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন ইনসাফ কমিটির সদস্য সচিব সাংবাদিক নেতা শওকত মাহমুদ।ফরহাদ মজহার বলেন, গণঅভ্যুত্থানই পারে মানবাধিকার নিশ্চিত করতে। তিনি গণঅভ্যুত্থানের জন্য এদেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অন্যান্যের মধ্যে ড. ফারহাত হোসেন, ড. মালেক ফরাজী, মাওলানা আশরাফুল হক, আব্দুল আউয়াল ঠাকুর, মহসিন রশিদ, খেলাফত মজলিসের প্রচার সম্পাদক খালেদ সানোয়ারসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত