বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, এই পদযাত্রার মধ্যদিয়ে আওয়ামী অবৈধ সরকারকে বার্তা দিচ্ছি অবিলম্বে নিশিরাতের ভোটচোর সরকারকে পদত্যাগ করতে হবে।
বুধবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচি পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।
আমানউল্লাহ আমান বলেন, এটা পরিষ্কার বার্তা বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন হবে না। এই আওয়ামী সরকার পার্লামেন্ট বাতিল করে যদি নির্বাচন না দেন, তাহলে এই সরকারের মন্ত্রী এমপিরা পালানোর পথ পাবে না। আমান বলেন, জনগণ ফুঁসে উঠছে, গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন ঘটানো হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, বাংলাদেশের মাটিতে আমার ভোট আমি দিবো, আমি ভোট দিতে চাই, এই অঙ্গীকার করে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বর্তমান সরকারের অধীনে নির্বাচন নয়।
বাড্ডার সুবাস্তু ভ্যালী টাওয়ারের সামনে থেকে শুরু হওয়া পদযাত্রা বাড্ডা লিংক রোডের সামনে দিয়ে রামপুরা আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান সভাপতিত্ব করেন। পরিচালনা করেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
সমাবেশ ও পদযাত্রায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, রাকিবুল ইসলাম বকুল, হাসান জাফির তুহীন, কামরুজ্জামান রতন, তাবিথ আউয়াল, যুবদলের মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের ইয়াসিন আলী, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান, দারুস সালাম থানার আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু, মহানগর সদস্য মাহফুজুর রহমান চেয়ারম্যান, হাজী মো. ইউসুফ, এবিএমএ রাজ্জাক, মিরপুর থানা বিএনপির হাজী আব্দুল মতিন, দেলোয়ার হোসেন দুলু, রুপনগর থানা বিএনপির এম আশরাফুল ইসলাম, আলী আহম্মেদ রাজু, তুরাগ থানা বিএনপির হাজী জহিরুল ইসলাম, মোহাম্মদপুর থানা বিএনপির এম এস আহমাদ আলী, শাহআলীর সেলিম দেওয়ান গিয়াস, কাফরুল থানা বিএনপির একরাম হোসেন বাবুল, সাব্বির দেওয়ান জনি,দক্ষিনখান থানা বিএনপির মোতালেব হোসেন রতন ও হেলাল তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/আরাফাত